সিরিয়ায় দুটি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

সিরিয়ায় দুটি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল

 

ডায়ালসিলেট ডেস্ক :: বুধবার মধ্যরাতের দিকে সিরিয়ার দক্ষিণে দামেস্কে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত মিডিয়ার রিপোর্টে এ তথ্যে বলা হয়েছে। তারা একটি ফাঁকা বাড়িকে টার্গেট করেছিল। তবে কেউ হতাহত হননি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলছে, দখল করে নেয়া গোলান উপত্যকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, রাজধানী দামেস্কের দক্ষিণে একটি ভবনকে টার্গেট করা হয়েছিল।

 

তবে উড়ে আসা ক্ষেপণাস্ত্রের মধ্যে একটিকে আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা। এ হামলায় কোনো প্রাণহানী হয়নি। সিরিয়ায় যত হামলা বা অভিযান পরিচালনা করেছে ইসরাইল, তার বেশির ভাগই চালিয়েছে রাতের বেলা।

 

কয়েক বছর ধরে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত বহু স্থাপনায় শত শত হামলা চালিয়েছে ইসরাইল। তবে এ বিষয়টি সম্পর্কে খুব কমই স্বীকার করেছে তারা অথবা এ নিয়ে মুখই খুলতে চায়নি। তারা এতটুকু স্বীকার করেছে যে, যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর মতো শক্তিশালী গ্রুপ, যাদেরকে ইরানের মিত্র বলে ধরা হয়, তাদেরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ