খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপি’র সমাবেশ

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২১

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপি’র সমাবেশ

ডায়ালসিলেট ডেস্ক::দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশটি দশটায় শুরু হওয়ার কথা থাকলেও এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে এসে সমাবেশস্থলে হাজির হন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে বিএনপি’র কর্মসূচিকে ঘিরে মৎস্য ভবন, হাইকোর্ট মোড়, পুরানা পল্টন মোড়, সচিবালয় এলাকায় বিপুল পরিমান আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে তল্লাশি করতে দেখা যায়। এ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ডায়ালসিলেট এম/

0Shares