সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২১

সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে বিজয় দিবস পালিত

 

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটের কৃতি সন্তান, সমাজসেবী, শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলী প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  জাতীয় পতাকা উত্তোলন, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, হাসপাতালে চিকিৎসার জন্য আগত রোগীদের জন্য বিনামূল্যে আউটডোর টিকেট প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টে এবং দৃষ্টি নন্দন আলোক সজ্জ্বাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়।

 

দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা উত্তোলণ করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎবরণকৃত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা আখতার, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক সৈয়দ মোশারফ হোসেন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মমতাজ বেগম, সার্জারী বিভাগের অধ্যাপক নূরুল কাইয়ুম মোহাম্মাদ মুসাল্লিন, অবস এন্ড গাইণী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নমিতা রাণী সিনহা, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শান্তনু ধর ইমন, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তৌহিদুল ইসলাম, সাইকিয়েট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল ইসলাম, কমিউনিটি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মুইজ উদ্দিন আহমেদ চৌধুরী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জাবের আহমেদ চৌধুরী সহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ।

 

পরে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু এর উপস্থাপনায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাৎবরণকৃত সকল শহীদদের আত্ম-ত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন।

 

এরপর সকাল ১০টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সম্মূখে (কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল সংলগ্ন) সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর তত্ত্বাধানে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসকবৃন্দ এবং সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ।

 

পরে মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ মাঠে আয়োজিত প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টের ম্যাচের উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবেদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক একেএম দাউদ, হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ সহ অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক-চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ।

 

উক্ত প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করেন; দলগুলো হলো- জেআরআরএমসি-২২ ব্যাচ, জেআরআরএমসি-২৩ ব্যাচ, জেআরআরএমসি-২৪ ব্যাচ এবং জেআরআরএমসি-২৫ ব্যাচ। টূর্ণামেন্টের ফাইনালে জেআরআরএমসি-২৫ ব্যাচকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেআআরএমসি-২২ ব্যাচ। টূর্ণামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন জেআরআরএমসি-২২ ব্যাচের ডাঃ শুভাশীষ দেবনাথ।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ