প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১
ডায়ালসিলেট ::দিনব্যাপি জাল ভোট আর সহিংসতার মধ্যে দিয়ে সিলেটের বিয়ানীবাজারের ১০ ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে ।
আজ রবিবার (২৬ ডিসেম্বর ) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯৫ টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ১০টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । দুপুর ২ টার দিকে এই সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাতন সরকারি উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধলে এ সময় পুলিশ ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে ।
চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা: আলীনগর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী,শেওলায় নৌকার প্রার্থী জহুর উদ্দিন,দুবাগে জালাল উদ্দিন,কুড়ারবাজারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তুতা, মাথিউরায় নৌকার প্রার্থী আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (বিএনপি),মুড়িয়ায় ফরিদ আল মামুন (জামায়াত-স্বতন্ত্র),মুল্লাপুরে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান (বিএনপি-স্বতন্ত্র),লাউতায় স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, দু- একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিয়ানীবাজারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা কাজ করছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech