কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক::কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী ওই নারী পর্যটককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ওই নারীর অভিযোগ, তাকে তুলে নেওয়া ব্যক্তিরা তার স্বামী-সন্তানকে জিম্মি করে ও তাদের হত্যার হুমকি দিয়ে তাকে ২ দফা ধর্ষণ করে। পরে খবর পেয়ে ওই দিন গভীর রাতে জিয়া গেস্ট ইন নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালায় র‌্যাব। ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও ৩ জনসহ মোট ৭ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করেন।

0Shares