প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২২
করোনা সংক্রমণ কমতে থাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। আর ১ মার্চ খুলতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে আপাতত বন্ধ থাকছে প্রাক-প্রাথমিকের ক্লাস।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বলেছেন, সংক্রমণ কমায় আগামী ১ মার্চ প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। তবে প্রাক-প্রাথমিক স্তরে সশরীরে ক্লাস আপাতত বন্ধই থাকবে।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের এক বছরমেয়াদী প্রাক-প্রাথমিক নামে শিক্ষার একটি স্তর আছে। যা শিশুশ্রেণি নামেও পরিচিত। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুল এবং কিন্ডারগার্ডেনে প্লে, নার্সারি, কেজি ইত্যাদি শ্রেণি আছে।
এদিকে গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হবে। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
এর আগে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণ কমায় দেড় বছর পর ২০২১ সালের ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু ফের সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech