যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সরাসরি আলোচনা -ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সরাসরি আলোচনা -ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

 

 

ডায়ালসিলেট ডেস্ক :: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো আমার সাথে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনা। এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবরটি বিবিসির।

 

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, আমার সঙ্গে বসুন, তবে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মত ৩০ মিটার দূরে নয়।’ গত মাসে এক লম্বা টেবিলের দু’প্রান্তে বসে দুই নেতার বৈঠকের প্রতি ইঙ্গিত করেই জেলেনস্কি এ কথাটি বলেন। এসময় তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি তাকে যুদ্ধবিমান পাঠানোরও জন্য আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন। তিনি আরো বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে। সময়ে আর বেশীদূর নয়।

 

একইসাথে তিনি আরো বলেন, রাশিয়ার অব্যাহত আক্রমণে দেশবাসীর কাছে তিনি অঙ্গীকার করছেন, রুশ আগ্রাসনে ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করা হবে এবং এ জন্য রাশিয়াকেই অর্থ যোগান দিতে হবে।ইউক্রেনের প্রেসিডেন্সি প্রেস সার্ভিস থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা প্রতিটি বাড়ি, রাস্তা ও শহর পুনর্নির্মাণ করব এবং রাশিয়াকে বলব, ক্ষতিপূরণ ও দায়-দায়িত্বের কথা জেনে রাখুন। আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, প্রত্যেক ইউক্রেনীয়র বিরুদ্ধে যা করছেন তার জন্য আপনি ক্ষতিপূরণ দেবেন।

 

খবরে বলা হয়, টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে এক ভিডিও বার্তায় জেলেনস্কি দেশের জনগণের ‘বীরত্বপূর্ণ’ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা এমন একটি জাতি যারা এক সপ্তাহের মাথায় শত্রুর পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ’

 

‘বছরের পর বছর ধরে করা এ পরিকল্পনা চাতুর্যপূর্ণ এবং আমাদের দেশ ও জনগণের প্রতি ঘৃণায় ভরা। ’ সূত্র: এএফপি

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ