জিম্বাবুয়ে দলের নতুন চমক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

জিম্বাবুয়ে দলের নতুন চমক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তারকা

ডায়ালসিলেট ডেস্ক::  আজ (বুধবার) ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলে সবচেয়ে বড় চমক সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে নজরকাড়া অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে।

যুব বিশ্বকাপে জিম্বাবুয়ে খুব ভালো না করতে পারলেও আলো ছড়িয়েছেন মাধেভেরে। জাতীয় দলে ডাক পাওয়াটা যুব বিশ্বকাপের ওই দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কার। টুর্নামেন্টে দুই ফিফটিসহ ৬ ম্যাচ খেলে ১৫৮ রান করেছেন । আবার ৮ উইকেটে অফ স্পিন বোলিংয়ে ২২.২৫ গড়ে নিয়েছেন।

কাল সকালে সিলেট চলে যাওয়ার কথা জিম্বাবুয়ে সীমিত ওভারের দলে ডাক পাওয়া নতুন খেলোয়াড়দের। ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং টেস্ট দলের খেলোয়াড়দের মধ্যে যারা আছেন তারাও সকালেই বাকিদের সঙ্গে সিলেট যাবেন। আর যারা নেই তারা আজই ফিরে যাচ্ছেন জিম্বাবুয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের পুরোটাই হবে, যথাক্রমে ১,৩ ও ৬ মার্চ। ঢাকায় দুটি টি-টোয়েন্টি ৯ ও ১১ মার্চ। বাংলাদেশ দলও কাল বিকেলে সিলেট যাবে।

0Shares