সিলেট-লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে- ড.একে আব্দুল মোমেন

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

সিলেট-লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে- ড.একে আব্দুল মোমেন

বহুল প্রতীক্ষিত সিলেট-লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে।বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী তার ফেইসবুকে পেজের মাধ্যমে এ তথ্যে জানা যায়।

সেখানে তিনি বলেন, প্রিয় সিলেটবাসী অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অনতিবিলম্বে বহুল প্রতীক্ষিত সিলেট থেকে ম্যানচেস্টার বা লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে ম্যানচেস্টার বা লন্ডন থেকে সিলেট সরাসরি ফ্লাইট চালু হয়েছে । কিছু অফিসিয়াল প্রক্রিয়া শেষে দ্বিমুখী এই ফ্লাইটটি নিয়মিত ভাবে চালু হবে । তবে ব্রিটিশ সংস্থা Department For Transport DFT কর্তৃপক্ষ সিলেট ওসমানী বিমাবন্দর পরিদর্শনের পর সার্বিক অবকাঠামো সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলেই দ্রুত এটি বাস্তবায়িত হবে । সেক্ষেত্রে আপনাদের সহায়তা অত্যন্ত প্রয়োজন ।

বিমান বন্দরে ভি আই পি দের অভ্যর্থনা জানানো, রাজনৈতিক ও সরকারী ঊর্ধ্বতন কর্তপক্ষকে স্বাগত জানাতে ওসমানী বিমানবন্দরে সমবেত হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছি । আমি বিশ্বাস করি, অতীতের মত বর্তমানেও আপনারা আমাকে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে সহায়তা করবেন।
ড.একে আব্দুল মোমেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ