প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক :: সিকৃবিতে মাছের প্যারাসাইটোলজি নিয়ে আন্তর্জাতিক গবেষকদের কর্মশালা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মাছের প্যারাসাইটোলজি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ মে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদ ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোরিয়ার আন্তর্জাতিক প্যারাসাইট রিসোর্স ব্যাংকের গবেষক ড. ডংমিন লি ও কোরিয়ার চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ড. ইউসেল ক্যাং এর পরিচালনায় মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগ ও বাংলাদেশের প্যারাসাইট রিসোর্স ব্যাংকের তত্বাবধানে এই কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় “কালেকশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অব ফিশ প্যারাসাইট” বিষয়ের উপর আলোচনা হয়। খ্যাতিমান এই দুই কোরিয়ান গবেষক ছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রফেসর ড. এম. এম. মাহবুব আলম। সিকৃবির প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. তিলক নাথের সঞ্চালনায় কর্মশালাটির সভাপতিত্ত¡ করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech