প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
মনজু চৌধুরী: পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ঘরবন্দী অসহায় পরিবারের জরুরি ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বন্যাক্রান্ত থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল, বেরি বিল, পীরের বাজার, বীরমঙ্গল হাওড় ও নন্দিরগাও ইউনিয়নের সালুটিকর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ২৫০ টি পরিবারের মাঝে শুকনো খাবার, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ,গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক মোড়ল,সালুটিকর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান, এসআই প্রলয় রায়,এসআই অনুজ কুমার দাস প্রমুখ। অসহায় বানবাসিদের জন্য পুলিশ বিভাগের এ ত্রান তৎপরতা চলমান থাকবে জানিয়ে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, বন্যায় বিপর্যস্হ গোয়াইনঘাট থানা এলাকার জনসাধারণের মাঝে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণের পাশাপাশি পুলিশ বিভাগের পক্ষ থেকেও জরুরি ত্রান ও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। সেবার মানসিকতায় শতভাগ পেশাদারী মনোভাবে অতিতের ন্যায় বর্তমানেও দূর্গত মানুষের পাশে আছে পুলিশ বিভাগ। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম কর্তৃক চালিত আজকের এই ত্রান সামগ্রী বিতরণও তারই ধারাবাহিকতার অংশ। বন্যাসহ যে কোন দূর্যোগ,দূর্ভিপাকে আমরা জনসাধারণের দোরগোড়ায় থাকবো।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech