সিলেট জেলা আনসার ভিডিপি‘র ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২

সিলেট জেলা আনসার ভিডিপি‘র  ত্রাণ বিতরণ

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট জেলার অধিকাংশ উপজেলা। সে উপলক্ষে সিলেট জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে  গোয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

রবিবার জৈন্তাপুরে গ্রামে  উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী নির্দেশনায় প্রত্যক্ষ ও পরোক্ষ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত¡বাবধানে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উদ্ধার তৎপরতা, সতর্কীকরণ ও ত্রাণ বিতরণের কাজ সক্রিয়ভাবে করে যাচ্ছেন।

 

 

সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন মহোদয় গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ডুলটিরপার, শেওলার টেক ও বাওন হাওর এলাকায় শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খুঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএ আনসার ভিডিপি সিলেট এ. এস. এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মইন উদ্দিন, ব্যাটেলিয়ান সদস্য ও মনিটরিং রমজান এবং আসক ফাউন্ডেশন এর সভাপতি সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর উপজেলার আনসার ভিডিপি সদস্যরা।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ