প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: করোনাভাইরাস সংক্রমণের রোধে আজ থেকে সিলেটে বিকেল ৫টার পর থেকে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এ আদেশ জারি করেন।
আজ রোববার (৫ই এপ্রিল ২০২০ইং)সারাদেশের ন্যায় সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ৫টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। কেবলমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেথ্য, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৭০ জন। তবে এখন পর্যন্ত সিলেটে কেউই করোনা ভাইরাস সনাক্ত হয়নি। তবে সিলেটে প্রবাসীদের সংখ্যা বেশী থাকায় ঝুকির সম্ভাবনা রয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech