প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২
ডায়ালসিলেট ডেস্ক রিপোর্ট :: স্কুলড্রেস ছাড়া বোরকা পরে স্কুলে যাওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে মৌসুমী রায় নামে এক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল রোববার (৩১ জুলাই) রাতে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রীটিকে লাঞ্ছিত করার ঘটনাটি ভাইরাল হলে সমালোচনায় ঝড় উঠে বিষয়টি প্রশাসনের নজরে এলে ঐ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি এমন শাস্তি দেয়ার ঘটনা প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তারকে লাঞ্ছিত করার সংবাদটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধান শিক্ষিকাকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এর প্রেক্ষিতে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার শহরের মাহমুদাবাদ এলাকার এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার স্কুল ড্রেস ছাড়া বোরকা পরে শ্রেণি কক্ষে যায়। তখন সহকারী শিক্ষিকা মৌসুমী রায় মেয়েটিকে বোরকা স্কুলে কেন পড়েছে স্কুল ইউনিফর্ম না পড়ে।তখন সেই ছাত্রিকে মৌসুমী রায় অনাকাঙ্ক্ষিত শাস্তি দেন। পরে শনিবার মেয়েটির পরিবার বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি জরুরি সভা ডেকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে গতকাল তাকে বরখাস্ত করা হয়। শিক্ষিকা মৌসুমী রায় খন্ডকালীন শিক্ষকতা করতেন বলে জানা গেছে।
এদিকে ক্ষুব্ধ হয়ে উঠেন স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় দেশজুড়ে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech