প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারণে কর্মহীন হয়ে পড়েছেন গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এ ধরনের মানুষের সহযোগিতার জন্য গতকাল রবিবার নগরীর বিভিন্ন রিকশাচালক,ভ্যানচালকসহ অসহায় মানুষগুলোর হাতে চাল,পেঁয়াজ, আলু, তৈল,ডাল,লবন ও সাবান তুলে দিয়েছে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা। এ নিয়ে তৃতীয় ধাপের মতো অসহায় মানুষের পাশে দাড়াল সংস্থাটি।
আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন শাওন বলেন, আমরা আমাদের অবস্থান থেকে দেশের এই সংকট সময়ে এগিয়ে আসার চেষ্টা করেছি। এই সংকট সময়ে সিলেটসহ দেশের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।
আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন। সিলেট জেলা শাখা এবং যারা যারা অনুদান দিয়ে সহায়তা করেছেন তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জামাল উদ্দিন,অফিস সম্পাদক সাজ্জা আহমদ, কার্যকরী সদস্য আবুল কালাম,বাবুল দাস প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech