সিলেটে আরো ১ জন নতুন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

সিলেটে আরো ১ জন নতুন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটে আরো ১ জন নতুন করে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় ওই যুবকের করোনা সনাক্ত হয়। সেখানে যাদের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে ।

বিষয়টি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় ডায়ালসিলেটকে এ তথ্য জানান।

জানা গেছে, সেই আক্রান্ত ব্যক্তি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তির শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ ছিল না। রোববার ওসমানীর ল্যাবে মোট ২৭ জনের পরীক্ষা করা হয় যার মধ্যে তিনিই একমাত্র করোনায় পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ