প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: করোনায় কর্মহীন ঘরে অবস্থান করা অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মালিক মহলের সত্ত্বাধীকারী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিমের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে কর্মহীন ১০০ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দেওয়া হয়। করোনা ভাইরাস এর কারণে সর্বসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন বাংলাদেশ সরকার। অনেক হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার লক ডাউনের কারনে তারা কাজে যেতে পারছেন না।
সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তিরাও খাদ্য সহায়তা প্রদান করছেন। মানবতার এই শ্রেষ্ঠ উদাহরণ হলো মানব সেবা। এরই মধ্যে সিলেটের বিয়ানীবাজারে প্রবাসী আব্দুল করিমের পক্ষ থেকে প্রথম ধাপে নিজ এলাকা ও আশপাশ এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে হচ্ছে চাল, ডাল, তৈল, আলু, পেয়াজ, ছোলাবুট ও নগদ অর্থ।
এছাড়াও বিভিন্ন দূর্যোগে প্রবাসী আব্দুল করিম হতদরিদ্র পরিবারকে সাহায্য সহযোগীতা করেন। প্রতি বছর রমজান মাসে তিনি নিজ গ্রামে শতাদিক পরিবারকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করে থাকেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech