প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক :: করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সব ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের প্রবাসী উদ্যোগতা চার ভাই। সিলেট ও সুনামগঞ্জের ফ্লাট,কলোনিসহ প্রায় ২শ পরিবারের ৭লক্ষ টাকার বাসা ভাড়া মওকুফ করেছেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন শামিম, শাহিন আহমেদ, শামছুল ইসলাম ও মামুনুর রহমান।
সেই সাথে ব্যাক্তিগত উদ্যোগে গরীব অসহায় নিম্ন আয়ের ১৫শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রিও বিতরন করেছেন তারা। প্রচার বিমুখ এ পরিবারের সদস্যরা নিজেদের ডেইরি ফার্মে উৎপাদিত গাভীর দুধও বিতরণ করছেন সাধার মানুষের মধ্যে।
এছাড়াও রমজানে প্রতিদিন ৩শ পরিবারের মধ্যে ইফতার পৌছে দেয়ারও উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে প্রবাসী উদ্যোগতা মামুনুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে সময়টা বেশ খারাপ যাচ্ছে দেশের সাধারণ মানুষের। এখন মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেক পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে কাউকে বলতেও পারছেন না।
এ সংকট মোকাবেলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রি গোপনে পৌছে দিচ্ছি।আমরা ভাড়াটিয়াদের কাছে এপ্রিল মাসের ভাড়া নেব না।এভাবে অন্য বাসার মালিকদের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের বলে জানান এ উদ্যোগতা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech