প্রকাশিত: ৩:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২
বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ির তথ্য সংগ্রহ করতে গিয়ে বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম এর স্পেশাল এসাইনমেন্ট এডিটর রাজিব নূরসহ স্থানীয় ৩ সাংবাদিক হামলার শিকার হওয়ায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বড় বাজার শহিদমিনার সড়কে সর্বস্থরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক শেখ নমির আলী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, বিআরডিবির সাবেক সভাপতি মোতাব্বির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন, দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোশাহেদ আলী শাহেদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ আরজু, দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি নুরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, রামনাথ বিশ্বাস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। যিনি ১৯৩১ সালে বাইসাইকেলে বিশ্ব ভ্রমণ করে ইতিহাস রচনা করেছিলেন। সেই সাথে ভ্রমণ সংক্রান্ত ৩০টি বইও রচনা করেছেন তিনি। সেই বিখ্যাত বক্তির পৈতৃক বাড়ি দখল করে আছে একটি চক্র। সেই বাড়িটির তথ্য আনতে গিয়ে অতর্কিতভাবে হামলার শিকার হয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাজিবনূরসহ স্থানীয় ৩ সাংবাদিক।
অবিলম্বে হামলাকারিদের আইনের আওতায় আনাসহ ওই বাড়িটি দখলমুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech