প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট, সিটি কাউন্সিল, কাউন্টি, স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের নিউ ইয়র্কে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ সময় আগামীকাল রবিবার ভোরে এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ প্রতিদিন ও এনওয়াই প্রতিদিন ডটকম।
নিউ ইয়র্ক সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, নিউ হ্যামশায়ার, ম্যাসাচুসেটস, জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেট পার্লামেন্ট, সিটি কাউন্সিল, কাউন্টি পর্যায়ে নির্বাচিত ২৭ জনেরও বেশি বাংলাদেশি।
আয়োজকরা জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও ৩৭ জনের মতো আমেরিকান মূলধারায় বিভিন্ন স্থানে বিজয় অর্জনে সক্ষম হয়েছেন।
উঠতি কমিউনিটি হিসেবে এটা বাঙালির জন্য কম গৌরবের নয়। বহুজাতিক সমাজে বাঙালির উত্থানের এই অবিস্মরণীয় অধ্যায়কে ইতিহাসের অংশ হিসেবে পরিণত করার আগ্রহ থেকেই এই আয়োজন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশায় সাফল্য অর্জনকারীরা ছাড়াও এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বিশেষভাবে আমন্ত্রিত হয়েছেন। এই বীর যোদ্ধাদের হাত থেকেই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন মার্কিন মুল্লুকে বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করা এসব জনপ্রতিনিধি।
যাঁরা সংবর্ধিত হচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা নীনা আহমেদ, নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান, মেলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, নিউ জার্সির কাউন্সিলম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী, নিউ ইয়র্ক সিটির কাউন্সিলউওম্যান শাহানা হানিফ, মেলবোর্ন সিটির কাউন্সিলম্যান নুরুল হাসান, আলাউদ্দিন পাটোয়ারী, মনসুর আলী মিঠু ও রফিকুল ইসলাম জীবন, নিউ জার্সির প্যাটারসন সিটির কাউন্সিলম্যান অ্যাট লার্জ মো. ফরিদউদ্দিন, মিশিগানের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র মোহাম্মদ কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ফিলাডেলফিয়াসংলগ্ন আপার ডারবির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, বোস্টনসংলগ্ন হপকিন্টন সিটির সিলেক্টম্যান শহিদুল মান্নান, নিউ জার্সির কাউন্সিলউওম্যান সেপা উদ্দিন, হাডসন সিটির বোর্ড অব সুপারভাইজার আবদুস মিয়া, এল্ডারম্যান দেওয়ান সরোয়ার ও শেরশাহ মিজান, নিউ জার্সির হেল্ডন সিটির কাউন্সিলউওম্যান তাহসিনা আহমেদ, টেক্সাসের রিফুজিয়ো কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ার নিহাল রহিম র্যা, নিউ ইয়র্ক স্টেট কমিটিউওম্যান জামিলা এ উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট মোহাম্মদ সাবুল উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, জুডিশিয়াল ডেলিগেট জামী এম কাজী, ফ্লোরিডার পামবিচ কাউন্টি ডেমোক্রেটিক পার্টির বোর্ড মেম্বার জুনায়েদ আকতার, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মোফাজ্জল হোসেন, মূলধারায় বাংলাদেশিদের পথিকৃত্ মোর্শেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, মার্কিন কংগ্রেসে বাংলাদেশের বন্ধু কংগ্রেসউওম্যান গ্রেস মেং, নিউ ইয়র্কের সিনেটর জেসিকা রেমোজ। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। সম্মানিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করবেন সিনেটর শেখ রহমান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা নীনা আহমেদ, স্টেট রিপ্রেজেন্টেটিভ আবুল খান এবং নতুন প্রজন্মের প্রতিনিধি মার্জিয়া স্মৃতি।
বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপস্থাপক অসীম সাহা এবং কাউন্সিলউওম্যান তাহসিনা আহমেদ।
উল্লেখ্য, বছর চারেক আগে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় সে সময়ের কয়েকজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ প্রতিদিন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech