যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদের পিতার ইন্তেকাল

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক এম আরিফ আহমেদের পিতার ইন্তেকাল

 

 

ডায়ালসিলেট ডেস্ক ::  যুক্তরাজ্য বিএনপির সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক ও জাসাস যুক্তরাজ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক এম আরিফ আহমেদ এর পিতা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সিরাজ মিয়া ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ….রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

 

এর আগে তিনি বেশ কয়েকমাস যাবত বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। গত বৃহস্পতিবার ( ৫ই জানুয়ারী ২০২৩ইং ) সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মদ সিরাজ মিয়ার শারিরীক অবস্থার অবনতি হলে ঘটনাস্থলে তিনি সিলেট দক্ষিন সুরমার মোগলা বাজার ইউনিয়নের খালোমুখ বাজার, বারইগাও এলাকার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

 

 

পরে বাদএশার নামাজের পর জানাজা শেষে পর তাদের নিজ গ্রামের বাড়ির কবরস্থানে দাফন সম্পন্ন হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও তিন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সিরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম. সাধারণ সস্পাদক আবেদ রাজা.ও সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী। এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ