সিলেটে বাড়ছে করোনার সংখ্যা, বাড়ছে ঝুকিঁ সনাক্ত ৩শ ছাড়িয়েছে

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০২০

সিলেটে বাড়ছে করোনার সংখ্যা, বাড়ছে ঝুকিঁ সনাক্ত ৩শ ছাড়িয়েছে

সিলেট বিভাগজুড়ে বেড়েই চলছে করোনা পজেটিভ সংখ্যা। যত দিন যাচ্ছে সিলেটে আক্রান্তের সংখ্যাও বাড়ছে আরো বেশী। আজ মঙ্গলবার দুপুর পযর্ন্ত ঢাকায় পাঠানো ল্যাব থেকে আসা সোমবারের নমুনা পরীক্ষা সিলেট বিভাগে সনাক্ত হয়েছে আরো  ১৩ জন পজেটিভ। এর মধ্যে সিলেট ৩জন, সুনামগঞ্জ ২ জন, মৌলভীবাজার ৮ জন পজেটিভ সনাক্ত হয়েছে।

বিষটি নিশ্চিত করেছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও  ডা. সুশান্ত মহাপাত্র।

এপর্যন্ত সিলেট বিভাগের ৪টি জেলায় সনাক্ত হয়েছেন সিলেটে ৮৮ জন,সুনামগঞ্জ ৬৩ জন, মৌলভীবাজার ৪৮ জন, হবিগঞ্জ ১০২ জনসহ মোট সনাক্ত সংখ্যা ৩০১জন এবং করোনা আক্রান্তে মারা যান ৬জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫জন।

0Shares