করোনা মুক্ত হলেন হবিগঞ্জের ডিসি ও ৩ ম্যাজিষ্ট্রট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

করোনা মুক্ত হলেন হবিগঞ্জের ডিসি ও ৩ ম্যাজিষ্ট্রট

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও আফিয়া আমিন পাপ্পা এবং নাজিরের ২দ্বিতীয় ধাপে নমুনা পরীক্ষা করলে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা.একেএম মোস্তাফিজুর রহমান।

এদিকে সরকারী কর্মচারী ও স্বাস্থ্যকর্মীসহ মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলায় আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনিয়ে হবিগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২২ জন এবং মারা গেছে ১ জন শিশু।

0Shares