মাত্র ৩টি ধাপ মানলেই ৪ দিনেই করোনামুক্তি ?

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

মাত্র ৩টি ধাপ মানলেই ৪ দিনেই করোনামুক্তি ?

মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন মারাও গেছেন লাখোলাখো মানুষ। এবার করোনাভাইরাসের (কভিড-১৯) বিরুদ্ধে লড়াইয়ের একটি ঘরোয়া কৌশল ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে বলা হচ্ছে, এই কৌশলে মাত্র চার দিনেই বিনাশ হচ্ছে করোনাভাইরাস। সে বিষয়ে একটি স্ট্যাটাস নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

‘চীনের বাসিন্দারা এই ভাইরাসের জন্য আর কোনও ওষুধ বা ভ্যাকসিন নিচ্ছেন না’ জানিয়ে এতে বলা হচ্ছে, চীনারা এর চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়াও বন্ধ করে দিয়েছেন।
এর পরিবর্তে তারা গরম পানির ভাপ দিয়ে এই ভাইরাসকে বিনাশ করছেন। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে বলা হয়, এ জন্য চীনারা মাত্র তিনটি কাজ করছেন। সেগুলো হলো-

১. দিনে চার বার কেটলি থেকে গরম পানি ভাপ নেওয়া।
২. দিনে চার বার গরম পানি দিয়ে গড়গড়া করা।
৩. দিনে চার বার গরম চা পান করা।

এভাবে টানা চার দিন এই তিনটি কাজ করেই ভাইরাসটিকে দমন করছেন তারা।
এভাবেই পঞ্চম দিনে হচ্ছেন করোনা নেগেটিভ বলে ওই স্ট্যাটাসে দাবি করা হয়েছে।

তথ্য – কালের কন্ঠ

0Shares