র‌্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেটে বিদেশী মদ-ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৭

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩

র‌্যাব-৯, সিলেট এর অভিযানে সিলেটে বিদেশী মদ-ফেনসিডিল-ইয়াবাসহ গ্রেফতার ৭

 

 

ডায়াল সিলেট ডেস্ক    র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিলেট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৪৮ বোতল বিদেশী মদ, ৯৩ বোতল ফেনসিডিল এবং ২৪৩ পিস ইয়াবাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সকালে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার পূর্বক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার খুদিরাই এলাকার বাসিন্দা ইরন মিয়ার ছেলে ইয়াছিন (২১) এবং একই এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন এর ছেলে মোঃ ঝুমন মিয়া (২০)।

 

 

অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪৩ পিস ইয়াবা এবং ০৪ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ জেলার সদর থানার বড় বহুলা এলাকার বাসিন্দা মৃত রশীদ আলীর ছেলে মোঃ সৈয়দ আলী (৪২) এবং একই থানার জঙ্গল বহুলা এলাকার বাসিন্দা মৃত শফিকুল হক এর ছেলে শরীফ উদ্দিন আহম্মেদ (৩৫)।

 

 

 

এছাড়া অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ২৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ সকালে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৯ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা (১) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাক্কা বাড়ী এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমান এর ছেলে মোঃ রফিক মিয়া (৩৫), (২) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাক্কা বাড়ী এলাকার বাসিন্দা মৃত আব্দুল খালেক এর ছেলে মোঃ রফিকুল ইসলাম রফিক (৩২) এবং (৩) হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর এলাকার বাসিন্দা মৃত জয়নুদ্দিন এর ছেলে মোঃ তাহের উদ্দিন (২৫)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

 

 

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

0Shares