প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারের বড়লেখায় এবারের এইচএসসি পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এরমধ্যে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এম. মুন্তাজিম আলী কলেজ।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী এ-প্লাস পেয়েছে। এছাড়া এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে এ-প্লাস পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজ থেকে ৩১ জন, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বিএম কলেজ থেকে ৬ জন, বড়লেখা সরকারি কলেজ থেকে ৩ জন ও দাসেরবাজার আদর্শ কলেজ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে আলিম পরীক্ষায় সুজাউল সিনিয়র মাদ্রাসা থেকে ৩ জন, ইটাউরী সিনিয়র মহিলা মাদ্রাসা থেকে ২ জন এবং বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রী মাদ্রাসা থেকে ১ জন করে সর্বমোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech