প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন । পরিদর্শনকালে হবিগঞ্জ জেলার পর্যটন শিল্প উন্নয়নে সমন্বয় সাধন ও তদারকি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার করেন জেলা প্রশাসক হবিগঞ্জ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। ১৫ ফেব্রুয়ারি বুধবার অপরদিকে হবিগঞ্জ জেলা প্রশাসন এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। হবিগঞ্জ জেলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, জেলা উপজেলা ও সদরের প্রতিটি বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech