বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডায়াল সিলেট ডেস্ক ॥ ইতিহাস ঐতিহ্যে সংগ্রাম ও সাফল্যের পঞ্চম বছরে পদার্পণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আনন্দ র‌্যালি করে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে চৌমুহনা পর্যন্ত বিজয় র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা ছাত্র অধিকার পরিষদের তথ্য সম্পাদক কিবরিয়া আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুবুর রহমান রুমেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদা খানম। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব অপু রায়হান, যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ।
জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক নাহিদা খানম বলেন, ছাত্ররা হলো সমাজের ভবিষ্যত এবং নতুন প্রজন্মের প্রানকেন্দ্র তাই তাদেরকে সোচ্চার হয়ে দেশ ও দশের অধিকার নিয়ে লড়ে যেতে হবে এবং শিক্ষাখ্যাতে বিভিন্ন আন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সে ক্ষেত্রে গণঅধিকার পরিষদ সব সময় ছাত্র অধিকার পরিষদের পাশে থাকবে ছায়ার মতো।
জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুবুর রহমান রুমেল বলেন, দেশের শিক্ষাখ্যাত আজ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ধর্মীয় সম্প্রীতির এই দেশে সুপরিকল্পিত ভাবে পাঠ্য বইয়ে ধর্মীয় উস্কানিমূলক পাঠ সংযোজন করা হচ্ছে।
রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য এদেশের শিক্ষাখ্যাত আজ অনেকটাই বিপর্যস্ত। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্যই সৃজনশীল কাজ করে যাচ্ছে। শুরু থেকেই, কোঠা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন, গেস্ট রুমে নির্যাতন বন্ধের দাবিসহ নানান কার্যক্রমে আন্দোলন সংগ্রাম করছে।

0Shares