সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার: পর্যটন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় সরকার: পর্যটন প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এখন অনেক শক্তিশালী। গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে নির্বাচন সব দলের অংশগ্রহণ চায় সরকার।

 

তিনি আরও বলেন, দেশ আজ প্রাণিসম্পদে স্বয়ংসম্পূর্ণ। দেশে মাংসের কোনো অভাব নেই। মাছ উৎপাদনেও আমরা সফল। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে।

 

শনিবার মাধবপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মাহবুব আলী এসব কথা বলেন।

 

বিকালে প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, এসি (ল্যান্ড) রাহাত বিন কুতুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সাত্তার বেগ, ওসি মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আপন মিয়া, শ্রীধাম দাশগুপ্ত, আ. কুদ্দুছ চকদার মাখন, যুবলীগ সভাপতি ও সাবেক ফারুক পাঠান, সফল উদ্যোক্ত হিসাবে শফিউল বর খোকন, মোক্তাকিন চৌধুরী, বিল্লাল চকদার প্রমুখ।

 

পরে প্রধান অতিথি ৫টি ক্যাটাগরিতে ১৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে ১ জন খামারির হাতে পুরস্কার তুলে দেন।

 

0Shares