প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ দেশটির সেনাবাহিনীকে ফিলিস্তিনের পশ্চিম তীর সংযোজনের (দখল) জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।
সোমবার তিনি দেশটির সেনাবাহিনীকে অনিষ্পন্ন পশ্চিম তীরকে সংযুক্ত করতে প্রস্তুতি গ্রহণের জন্য প্রস্তুতির আদেশ দেন। এ পরিকল্পনা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
১ জুলাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের চাওয়া পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ও জর্ডান উপত্যকায় ইসরাইলের সার্বভৌমত্ব বাড়ানোর বিষয়ে মন্ত্রিপরিষদে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গ্যান্টেজের এই পদক্ষেপে ধারণা করা হচ্ছে কেন্দ্রীয় রাজনৈতিকরা এতে স্বাক্ষর করেছেন নতুবা বিশ্বাস করা হচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে জোট কেবিনেটকে সমর্থন করেছে ডানপন্থীরা।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech