কুলাউড়া বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

কুলাউড়া বিএনপির প্রতিবাদ মিছিল

ডায়াল সিলেট ডেস্ক ॥ কুলাউড়া উপজেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার জেলা বিএনপির মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুলাউড়া শহরে প্রতিবাদ মিছিল শেষে শহরস্থ চৌমুহনীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পুর্বে কুলাউড়া থানা পুলিশ মিছিলে বাধা প্রদান করে। পরে বিএনপি অফিসের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচী সম্পন্ন করা হয়। সমাবেশে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানসহ মানববন্ধনে পরিকল্পিত সন্ত্রাসী হামলার নিন্দা ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশের পূর্বে প্রতিবাদ মিছিল-সমাবেশে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপি নেতা এম এ মজিদ, চেয়ারম্যান আজিজুর রহমান মনির, পৌর বিএনপি সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, সহ-সভাপতি আব্দুল গফ্ফার চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক জুবের খান, উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন ভুইয়া, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহিম আলো, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক শেখ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, নওয়াব আলী হাছিব খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু বলেন, তাদের পূর্ব ঘোষিত কর্মসুচী পালনের সময় পুলিশ বাধা দেয়। পরে শহরের উত্তরবাজার থেকে মিছিল নিয়ে শহরের চৌমুহনীস্থ বিএনপি অফিসের সম্মুখে বক্তব্য দিয়ে কর্মসুচী সম্পন্ন করেছি।

0Shares