আন্তর্জাতিক :: লাদাখের সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুলল চীন গত ১৫ জুন বিতর্কিত লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘাত নিয়ে অবশেষে মন্তব্য করল চীন। এসময় ভারতীয় সেনাদের ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ জানায় তারা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও এক টুইট বার্তায় বলেন, ‘ভারতীয় বাহিনী চীনের সীমান্তে ঢুকে হামলা চালালে এক তীব্র শারীরিক সংঘাতের সূচনা হয়।’ তবে হতাহতের সংখ্যার ব্যাপারে কোন মন্তব্য করেন নি তিনি।
এক মাসের বেশি সময় ধরে উত্তেজনার পর লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর সাথে সংঘাতে একজন কর্নেল সহ মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবী জানায় ভারত।
এদিকে চীন বলছে, গালওয়ান উপত্যকার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে না আসে সেজন্য ভারতীয় বাহিনী গত ১৫ জুন পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে। এমনকি আলোচনার জন্য যাওয়া চীনা কর্মকর্তা ও সেনা সদস্যদের উপর সহিংস হামলা চালায় ভারতের সম্মুখভাগে থাকা সেনাদল। এভাবেই তীব্র শারীরিক সংঘাতের সূচনা হয়।
উল্লেখ্য, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায় ১৪ হাজার ফুট উচ্চতার খাড়া ভূখণ্ডের ঢালে উভয় দেশ সংঘাতে জড়ালে বেশ কিছু সেনা হিমাঙ্কের নিচে থাকা গালওয়ান নদীর পানিতে পড়ে যায়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পাশাপাশি ৭৬ জন আহত হন। তবে চীনের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা স্পষ্ট করা হয় নি।