ব্লাড সোলজার সোসাইটির উদ্যোগে নগরীতে মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

ব্লাড সোলজার সোসাইটির উদ্যোগে নগরীতে মাস্ক ও লিফলেট বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে ব্লাড সোলজার সোসাইটির উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিভিন্ন এলাকায় রিক্সাচালক, দিনমজুর, সাধারণ মানুষদের মাঝে সার্জিকেল মাস্ক ও লিফলেট বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ। নাম প্রকাশে অনুচ্ছুক একজন চিকিৎসক সহযোগীতায় প্রায় ১ হাজার মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এর আগে গত শুক্রবার নগরীর আম্বরখানা পয়েন্টে ২ হাজার ৫’শ মাস্ক ও লিফলেট বিতরণ করেন ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্লাড সোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি তানিম মুন্না, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম সাকিল, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমন হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সহ কোষাধ্যক্ষ হৃদয়, সদস্য আলী নুর আলম, শুভ, রাব্বি, মাহি, ইমন প্রমুখ

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ