প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সারা দেশের ন্যায় সিলেট বিভাগজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে সিলেট জেলার শহরে সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত সংখ্যা বাড়ছে ।এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সিলেট জেলায় করোনা আক্রান্তে ভয়াবহ পরিস্থিতির রূপ আকার ধারন করবে।
সিলেটের দুটি ল্যাবে করোনায় আক্রান্তে মোট সনাক্ত হয়েছেন ১৩০ জন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাব থেকে ৭৯জন এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১জন।
মঙ্গলবার (২৩শে জুন ২০২০ইং) রাত পর্যন্ত সিলেটের যেসব এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন সেগুলো হল- সিলেট জেলায় ৭৮জন। এর মধ্যে পুরুষ ৬০ জন, মহিলা ১৮ জন এবং সুনামগঞ্জ জেলায় ৫২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪০ জন, মহিলা ১২ জন।
সিলেট জেলা : জৈন্তাপুর ২জন, গোয়াইনঘাট ৫জন, ওসমানিনগর ৪জন, বালাগঞ্জ ২জন, গোলাপগঞ্জ ১জন, জকিগঞ্জ ১জন। এছাড়া সিলেট শহরের মধ্যে বটেশ্বর ১৭জন, শাহপরান ১জন, টিলাগড় ৪জন, শিবগঞ্জ ২জন, শাহজালাল উপশহর ৩জন, রায়নগর ১জন, মিরাবাজার ১জন, হাওলাদারপাড়া ১জন, পুলিশ সদস্য ২জন, বিশেষ বাহিনী সদস্য ২জন, নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ১জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৪জন, এয়ারপোর্ট ১জন, চৌকিদেখী ১জন, কাজীটুলা ১জন, দরগা গেইট ২জন, পুরানলেন ১জন, সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের ২জন, পীরমহল্লা ১জন, লাভলীরোড ১জন, পাঠানটুলা ৩জন, রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ২জন, মদীনা মার্কেট ১জন,করের পাড়া ১জন, আখালিয়া ১জন, সাগরদিঘীরপার ১জন, বাগবাড়ি ২জন, নবাবরোড ১জন, কুয়ারপার ১জন, লামাবাজার ১জন।
সুনামগঞ্জ জেলা : তাহিরপুর ৬জন, দোয়ারাবাজার ৯জন, সুনামগঞ্জ সদর ৭জন, দক্ষিন সুনামগঞ্জ ২জন, তাজপুর ১জন, শাল্লা ১জন, জগন্নাথপুর ৭জন, বিশম্বরপুর ৩জন, ছাতক ১২জন, দিরাই ২জন, জামালগঞ্জ ২জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৫৭৪ জন এবং মার যান ৬০জন।
এতে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৯৫৫ জন ও মারা গেছেন ৪৬ জন। সুনামগঞ্জ সেখানে আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন এবং মারা গেছেন ৫ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৪১২ জন এবং মারা গেছেন ৫জন সর্বশেষ মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা ৩৩২ জন এবং মারা গেছেন ৪জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech