বড়লেখায় ভারতীয় মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

বড়লেখায় ভারতীয় মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

ডায়াল সিলেট ডেস্ক :  বড়লেখার বোবারথল সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা রোববার ভোরে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জামিল আহমদ নামে এক চোরাকারবারীকে আটক করেছে। পরে মামলা দিয়ে বিজিবি তাকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ আটক জামিলকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, বিজিবি বোবারথল জেসিও এর নায়েক সুবেদার একেএম রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের এম.পি ১৩৭৬ হতে ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান করেন। এসময় ভারতীয় চোরাই মোটরসাইকেল নিয়ে পালানোর সময় বিজিবি সদস্যরা এলাকার চিহ্নিত চোরাকারবারী জামিল আহমদকে আটক করেন। আটক মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে।
বিজিবি বোবারথল ক্যাম্পের ইনচার্জ সুবেদার একেএম রমজান আলী জানান, আটক চোরাকারবারী জামিলকে রোববার দুপুরে বড়লেখা থানায় সোপর্দ করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে থানায় মামলা হয়েছে।

0Shares