প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ২৮, ২০২৩
খুলনায় সাগরদাঁড়ি এক্সপ্রেসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন তিনজন রোববার (২৮ মে) খুলনার ফুলতলা পথেরবাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাজধানীর উত্তরার বাসিন্দা মোজাম্মেল পাশা (৪০), তার ছেলে মিলিটারি কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ক্যাডেট জুবায়ের (১৪) ও তাদের গাড়িচালক। তাৎক্ষণিক চালকের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ বলেন, ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি লাইন থেকে ছিটকে পড়ে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করে ঢাকা থেকে আসা (ঢাকা-মেট্টো-গ-৪২-৪৭৬৩) প্রাইভেটকারটি। এসময় খুলনায়গামী সাগরদাঁড়ি এক্সপ্রেস প্রাইভেটকারকে ধাক্কা দিলে ছিটকে দূরে চলে যায়। এ সময় প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech