মায়েদের হাতে দ্বার উন্মোচিত হচ্ছে এটুজেড মিডিয়া হাউসের

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৩

মায়েদের হাতে দ্বার উন্মোচিত হচ্ছে এটুজেড মিডিয়া হাউসের

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে কয়েকজন উদ্যোক্তার সমন্বিত উদ্যোগ এটুজেড মিডিয়া এন্ড কনসালটেন্সির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ।

 

আজ শনিবার (৩ জুন) বেলা ১১টায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির দ্বার উন্মোচন করবেন উদ্যোক্তাদের জন্মদাত্রী মায়েরা।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটুজেড মিডিয়ার অন্তর্ভুক্ত পাঁচটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে সুবিধাজনক সময়ে। প্রকল্প সমূহ হচ্ছে- মিডিয়া, প্রাত্যহিক সাধারণ সেবা-প্রশিক্ষণ, অনলাইন-আইটি সেবা, সকল প্রকার পাসপোর্ট-ভিসা সংক্রান্ত কনসালটেন্সি ও অটিজম কর্নার।

 

এসব বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ, অভিজ্ঞরা এসব প্রকল্পের দায়িত্বে রয়েছেন। ০১৬১১৩৪০৯৮৯ এই একটি নাম্বারে কল করলেই এই প্রতিষ্ঠানের ৫ প্রকল্পের সকল সেবা পাওয়া যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

প্রতিষ্ঠানের প্রধান উদ্যোক্তা সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক সংগ্রাম সিংহ বলেন, গণমাধ্যমে টানা তিন দশক পার করলেও কোন উদ্যোগ নিতে পারিনি। শ্রম, সময় ও অর্থ এই তিন সামথ্যের অভাবে। অবশেষে শুধু অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস নিয়েই কিছু একটা করার চেষ্টা। আর এই উদ্যোগে সহযোগী হয়েছেন আমার একান্ত স্বজনরাও। যারা আধুনিক প্রযুক্তিতে দক্ষ, অভিজ্ঞ। দেশে-বিদেশে উচ্চ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের সকলের মেধা, অর্জিত অভিজ্ঞতা দিয়েই যাত্রা শুরু করতে যাচ্ছে আমাদের স্বপ্নতরী এটুজেড মিডিয়া এন্ড কনসালটেন্সি।

 

তিনি বলেন, নতুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক, শৈল্পিক, সৃজনশীল ও কর্মমুখী অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী করে তোলার দৃঢ় সংকল্প রয়েছে এই প্রতিষ্ঠানের।

 

সংগ্রাম সিংহ বলেন, সন্তানের কল্যাণে মায়ের মত মঙ্গলকামী আর কেউ নেই, তাই এই প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন মায়েদের হাতেই।

 

0Shares