প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩
মেরামত ও সংস্কার কাজর জন্য শুক্রবার সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট কর্তৃক ১৩২/৩৩ কেভি কুমারগাও গ্রীড উপকেন্দ্র, ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডার সহ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের জরুরী মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
৩৩/১১ কেভি উপশহর উপকন্দ্রের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর এবং ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৬ জুন) সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech