শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছ এবং আহত ৬ জন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৩

শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছ এবং আহত ৬ জন

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ৬জন। শুক্রবার উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটির নাম ইমন মিয়া (১২)। সে ওই গ্রামের মো. মালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার ১৬ জুন দিকে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ইমন মিয়া বাড়ির পাশে বজ্রপাতে ঝলসে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান বলেন, ‘ইমন নামের এক শিশুকে ভুনবীর এলাকা থেকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সে বজ্রপাতে মারা গেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘দুপুরের দিকে আকস্মিক বজ্রপাতে আলিসারকুল গ্রামে ইমন নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মালেক মিয়ার ছেলে।
এদিকে একই দিনে বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আর ৭জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার জিয়াউর রহমান (১১), আশিদ্রোন ইউনিয়নের শাহজানপুর এলাকার ইয়ারুন আক্তার (৩০), রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের দয়াল চাষা (২৪), কির্তন তত্ত রায় (২৫), রানা পাটনায়েক (২৪), সজিব কুরমী (২০), অসিম চাষা (২৭)।
এবিষয়ে জানতে চাইলে শুক্রবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার জানান, এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১ শিশুর মৃত্যুসহ আহত হয়েছেন ৭জন। গুরুতর আহত দয়াল চাষা-কে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ