গোলাপগঞ্জে এক কাঁদি কলা বিক্রি হল ২০ হাজার টাকায়!

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

গোলাপগঞ্জে এক কাঁদি কলা বিক্রি হল ২০ হাজার টাকায়!

গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ গোলাপগঞ্জে এক কাঁদি কলা নিলামে ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার বাদ জুমা উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিমকোনা জামে মসজিদে নিলামে এই কলার ছড়ি বিক্রি হয়।

স্থানীয় প্রবাসী জহির উদ্দিন নিলামে ২০ হাজার টাকা দিয়ে সেটি কিনে নেন।

জানা যায়, উপজেলার বাদেপাশার বাগলা ছালিমকোনা মসজিদের কলা গাছ থেকে জুমার নামাজের পর নিলামের জন্য এক কাঁদি কলা আনা হয়। এরপর নিলামে তোলা হয় সেটি। প্রথমে ২শ টাকা থেকে ডাক শুরু হয়ে একের পর এক দাম উঠে ২০ হাজার টাকা। স্থানীয় প্রবাসী জহির উদ্দিন সেই কলার কাঁদি ক্রয় করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই মসজিদের ইমাম মাওলানা হারিছ উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে প্রবাস থেকে দেশে আসেন জহির উদ্দিন। শুক্রবার নিলামে তিনি মসজিদ থেকে ২০ হাজার টাকায় এক কাঁদি কলা কিনেন।

 

0Shares