প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ৯৪৭ জন এবং মারা গেছেন ৮১ জন। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ৮৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন, সুনামগঞ্জ জেলায় ২৩ জন, মৌলভীবাজার জেলায় ৬ জন্। এ সময় মৃতু্ হয়েছে ২ জনের।
সিলেটবিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬১ জন। এর মধ্যে সিলেট জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৭ জন, সুনামগঞ্জ জেলায় ২৬২ জন, হবিগঞ্জ জেলায় ৯৬ জন, মৌলভীবাজার জেলায় ১৬৬ জন।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৪০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০৭ জন, সুনামগঞ্জ জেলায় ৪৯ জন, হবিগঞ্জ জেলায় ৭১ জন, মৌলভীবাজার জেলায় ১৩ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৪ হাজার ৯৪৭ জন ও মারা গেছেন ৮১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৪৮১ জন, সুনামগঞ্জ জেলায় ৫৭৫ জন, হবিগঞ্জ জেলায় ২৭২ জন, মৌলভীবাজার জেলায় ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৬৮২ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৭ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৭২২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৫০৬ জন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech