জেলা প্রশাসন,আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩

জেলা প্রশাসন,আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার এবং ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজারের জেলা প্রশাসন,আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ড. উর্মি বিনতে সালাম।আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার।
মৌলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মৌলভীবাজার মোহসিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুল কাদির, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মৌলভীবাজার।

0Shares