প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
ডায়াল সিলেট ডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জে ‘স্লুইসগেইট’ নির্মানে অবকাঠামো ত্রুটির কারণে সৃষ্ট নদী ভাঁঙ্গন প্রতিকারের দাবিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মঙ্গলবার সকালে স্বারকলিপি দিয়েছে ভুক্তভোগী ৮ গ্রামের শতাধিক কৃষক।
স্মারকলিপি সুত্রে জানাযায় ,উপজেলার আদমপুর ইউনিয়নের অন্তঃর্গত নয়াপত্তন – কোনাগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকারী প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০০৬ সালে একটি স্লুইচগেইট নির্মিত হয়েছিল। অবকাঠামোগত ত্রুটির কারণে সামন্য বৃষ্টি হলে পাহাড়ি ঢলের পানি, ঝোঁপজঙ্গল ও আবর্জনা স্লুইচগেইটের মুখবন্ধ হয়ে যায় ও ছড়া প্রতিরক্ষা বাঁধ দুর্বল হয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ফলে নয়াপত্তন, ছনগাঁও, কোনাগাঁও, তেতইগাঁও, ঘোড়ামারা, বন্দরগাঁও, ভানুবিল ও হুমেরজান গ্রামের রাস্তাঘাট ও কৃষিজমির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। স্কুল- কলেজে আসা-যাওয়ায় অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা। এলাকার কৃষকদের প্রায় ৩০০ একর কৃষি জমি বিনষ্ট হয়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া নয়াপত্তন ও কোনাগাঁও গ্রামের ফসলি কৃষি জমির প্রায় ১৫০ একর বালু ও পলি মাটি ভরাট হয়ে চাষের অনুপযোগী হয়ে পড়েছে। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সদস্য আহমদ সিরাজ, কৃষক বিশ্বজিৎ সিংহ, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রিয়াজ উদ্দিন, মন্তাজ আলী, আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech