শ্রীমঙ্গলে মহিলাদলের বিশাল সমাবেশ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৩

শ্রীমঙ্গলে মহিলাদলের বিশাল সমাবেশ
মনজু বিজয় চৌধুরী॥: ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জুন) দুপুরে শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মধু।
জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আ. গফুর এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভিন, সহ-সভাপতি শিরিন আক্তার মুন্নি, সাধারণ সম্পাদক রেহেনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা মীর এম এ সালাম, আব্দুল জব্বার আজাদ, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর কার্যকরী সভাপতি ইউসুফ মিয়াসহ বিএনপি, মহিলা দল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
সমাবেশে ৫ সহস্রাধিক নারী নেতা কর্মীরা যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মহসিন মিয়া মধু বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ হাজারো নেতাকর্মীকে কারাগারে বন্দী রেখে সরকার আবারো বিনা ভোটে ক্ষমতায় আসার ফন্দি ফিকির করছে। আওয়ামীলীগের ১৪ বছরের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা মুক্তি চায়। তিনি ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মুক্তির দিশারী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান।
0Shares