রাজনগরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

রাজনগরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

ডায়াল সিলেট ডেস্ক:  মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুশুরিয়া এলাকার হামজা মসজিদের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুর ১২টার দিকে স্থানীয়সূত্রে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।স্থানীয় বাসিন্দারা জানান, রাজনগর ইউনিয়নের মুশুরিয়া এলাকার হামজা মসজিদের পাশে আনুমানিক ১ দিন বয়সী একটি নবজাতকের লাশ সবার অগোচরে কে বা কারা ফেলে রেখে যায়। সোমবার সকালে পথচারীরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে রাজনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষন রায়  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। তবে কে বা কারা মৃত নবজাতক ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

0Shares