মৌলভীবাজার জেলা যুবদল সম্পাদকসহ ৩ জন ঢাকায় আটক, জেলা বিএনপির নিন্দা

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

মৌলভীবাজার জেলা যুবদল সম্পাদকসহ ৩ জন ঢাকায় আটক, জেলা বিএনপির নিন্দা

ডায়াল সিলেট ডেস্ক: মহাসমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে ঢাকায় অবস্থানরত মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদকে পুলিশ কর্তৃক গ্রেফতারে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পুলিশের হয়রানী ও নির্যাতন এবং গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে এসব গণগ্রেফতার নিন্দনীয়। তিনি একই সাথে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

0Shares