জুড়ীতে এসএসসিতে পাশের হার ৬৮.১২, দাখিলে ৪০.২০

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২৩

জুড়ীতে এসএসসিতে পাশের হার ৬৮.১২, দাখিলে ৪০.২০

ডায়াল সিলেট ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে শুক্রবার। এসএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার তিনটি কেন্দ্রে ১৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২৯৭ জন। পাশের হার ৬৮.১২। এ প্লাস পেয়েছে ৩৬ জন। দাখিল পরীক্ষা কেন্দ্রে ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৬০ জন। পাশের হার ৪০.২০। এ প্লাস নেই।
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৬৯.১৩। জিপিএ ৫ রয়েছে ২৯টি। এর মধ্যে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২১০ জনের মধ্যে ১৭৯ জন পাশ করেছে। পাশের হার ৮৫.২৪। সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে ১৮টি। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৮ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৭৫.৪১। জিপিএ ৫ রয়েছে ১টি। মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৬৫.২৭। জিপিএ ৫ রয়েছে ৮টি। নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে ১৩০ জনের মধ্যে ৬৯ জন পাশ করেছে। পাশের হার ৫৩.০৮। জিপিএ ৫ পেয়েছে ২টি এবং ছোট ধামাই উচ্চ বিদ্যালয়ে ৯৪ জনের মধ্যে ৪৭ জন পাশ করেছে। পাশের হার ৫০.০০।
হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৫৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০০ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৫৮.২৮। জিপিএ ৫ রয়েছে ৪টি। এর মধ্যে হোছন আলী উচ্চ বিদ্যালয়ে ৫৪ জনের মধ্যে ৩৬ জন পাশ করেছে। পাশের হার ৬৬.৬৭। জিপিএ ৫ রয়েছে ১টি। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে ১৬৩ জনের মধ্যে ৯৫ জন পাস করেছে। পাসের হার ৫৮.২৮। জিপিএ ৫ রয়েছে ৩টি। হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছে, পাশের হার ৫১.২৫। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৪৬.৯২। শিলুয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৪২.৮৬ এবং কচুরগুল উচ্চ বিদ্যালয়ে ৬৮ জনের মধ্যে ২৫ জন পাশ করেছে। পাশের হার ৩৬.৭৬।
ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৫ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৬.৩৪। জিপিএ ৫ রয়েছে ৩টি। এর মধ্যে হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ে ৪৬ জনের মধ্যে ৪৪ জন পাশ করেছে। পাশের হার ৯৫.৬৫। সাগরনাল উচ্চ বিদ্যালয়ে ১১৭ জনের মধ্যে ১১১ জন পাশ করেছে। পাশের হার ৯৪.৮৭। জিপিএ ৫ রয়েছে ১টি। জীবন জ্যোতি নগর উচ্চ বিদ্যালয়ে ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৭.১৮। ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৭ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৮৫.৭৮। জিপিএ ৫ রয়েছে ২টি এবং রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়ে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন উত্তীর্ণ হয়, পাশের হার ৭৩.৮৩।
এসএসসিতে জুড়ী উপজেলায় প্রথম স্থানে রয়েছে সাগরনাল ইউনিয়নের নতুন প্রতিষ্ঠান হাজী সোনা মিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে সাগরনাল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে একই ইউনিয়নের আরেক নতুন প্রতিষ্ঠান জীবন জ্যোতি নগর উচ্চ বিদ্যালয়।
এদিকে, দাখিল পরীক্ষায় হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ৮টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তন্মধ্যে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৬৫ জনের মধ্যে ৩৯ জন পাশ করেছে। পাশের হার ৬০.০০। শাহপুর ইসলামীয়া মাদ্রাসার ২৭ জনের মধ্যে ১৫ জন পাশ করেছে। পাশের হার ৫৫.৫৬। জায়ফরনগর ইসলামীয়া মহিলা মাদ্রাসার ২০ জনের মধ্যে ৯ জন পাশ করেছে। পাশের হার ৪৫। হযরত শাহ খাকী (রঃ) ইসলামীয়া আলিম মাদ্রাসার ৪১ জনের মধ্যে ১৬ জন পাশ করেছে। পাশের হার ৩৯.০২। জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ৬৫ জনের মধ্যে ২৫ জন পাশ করেছে। পাশের হার ৩৮.৪৬। নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার ৩৩ জনের মধ্যে ১২ জন পাশ করেছে। পাশের হার ৩৬.৩৬। সাগরনাল সিনিয়র মাদ্রাসার ১৩১ জনের মধ্যে ৪১ জন পাশ করেছে। পাশের হার ৩১.৩০ এবং এম এ মুছাওয়ীর দাখিল মাদ্রাসার ১৬ জনের মধ্যে ৩ জন পাশ করেছে। পাশের হার ১৮.৭৫।

0Shares