করোনা হচ্ছে ‘ট্রাম্প ভাইরাস’: স্পিকার পেলোসি।

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

করোনা হচ্ছে ‘ট্রাম্প ভাইরাস’: স্পিকার পেলোসি।

আর্ন্তজাতিক ডেস্ক ::   যুক্তরাষ্ট্রের হাউজ অভ রেপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি করোনাকে বললেন ‘ট্রাম্প ভাইরাস’।

গত মঙ্গলবার সন্ধ্যায় করোনা পরিস্থিতি মোকাবিলায় চরম ব্যর্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা স্পিকার পেলোসি বলেন, করোনা মহামারি পরিস্থিতি ভালো হওয়ার থেকে বরং আরও খারাপ হয়েছে ট্রাম্পের ব্যর্থতায়। এটি এখন স্পষ্ট ‘ট্রাম্প ভাইরাস’।

করোনা পরিস্থিতি নিয়ে ঐদিনই ব্রিফ করেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নিয়মিত ব্রিফ শুরু করেন তিনি। তবে এবারের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ডা. ফাউসিকে।

ট্রাম্পের ব্রিফিং শেষে করোনাভাইরাসকে ‘ট্রাম্প ভাইরাস’ নামে আখ্যা দেন শীর্ষ ডেমোক্রেট নেত্রী স্পিকার পেলোসি। মহামারি পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপের দিকে যেতে পারে, ট্রাম্পের এমন বক্তব্যের পর পেলোসি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, মাস্ক পরার আহ্বানের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট এতদিন যে ভুলগুলো করেছেন সেগুলোর স্বীকৃতি দিলেন। তিনি নিজেই এখন মাস্ক পরছেন। এর ফলে স্বীকৃতি পেল যে মাস্ক পরাতে কোনো ভাওতাবাজি নেই।

এর আগে চীনের সমালোচনা করে করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ নামে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ