দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়, হুঙ্কার যুক্তরাষ্ট্রের।

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়, হুঙ্কার যুক্তরাষ্ট্রের।

আর্ন্তজাতিক ডেস্ক ::   মার্কিন ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক তেতে উঠেছে এবার দক্ষিণ চীন সাগর নিয়ে। দক্ষিণ চীন সাগরে চীন বেআইনি ভাবে আধিপত্য কায়েমের চেষ্টা চালাচ্ছে বলে আগেই অভিযোগ করেছিল আমেরিকা। এবার আরও এক ধাপ এগিয়ে তারা জানিয়ে দিল, দক্ষিণ চিন সাগরের ওই বিতর্কিত এলাকা চিনের উপকূলীয় সাম্রাজ্য নয়।

মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো টুইটারে লেখেন, ‘‘মার্কিন সরকারের নীতি জলের মতো পরিষ্কার। দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেজিং যদি এ ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলি সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাস সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে। আন্তর্জাতিক আইন মেনেই দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মিটিয়ে নিতে হবে।’’

সমগ্র দক্ষিণ চীন সাগর তিনটি দ্বীপপুঞ্জে বিভক্ত। তবে চিন গোটা দক্ষিণ চীন সাগরকেই নিজেদের সার্বভৌম এলাকা বলে দাবি করে। গত কয়েক বছর ধরেই সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করছে বেজিং। কিন্তু মার্কিন সরকারের দাবি, বেআইনি ভাবে দক্ষিণ চীন সাগরে নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে চীন অন্য কয়েকটি দেশের সার্বভৌমত্বে আঘাত করছে।

গত এক মাস ধরে দু’দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেজিংকে চাপে রাখতে দক্ষিণ চীন সাগরে দু’টি রণতরীও পাঠান। এর মধ্যে একটি আবার ভারতীয় নৌবাহিনীর সঙ্গে বঙ্গোপসাগরে যৌথ মহড়াও দেয়। বছরের শেষ দিকে মালাবার উপকূলেও ভারত-মার্কিন নৌমহড়া হওয়ার কথা।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ