অক্সফোর্ডে প্রথম বাংলাদেশি ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হলেন সুরভি

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

অক্সফোর্ডে প্রথম বাংলাদেশি ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হলেন সুরভি

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যে অনন্য গৌরব অর্জন করেছেন বাংলাদেশের তরুণ শিল্পী সোমা সুরভি জান্নাত। প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হয়েছেন তিনি।

বিশ্বজুড়ে জাদুঘরগুলোয় এখন আর্টিস্ট রেসিডেন্সি দেওয়া হয়। এর মাধ্যমে স্বকীয় বৈশিষ্ট্য ও দক্ষতাসম্পন্ন শিল্পীকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ দেয় জাদুঘর। সোমা সুরভি জান্নাত অ্যাশমোলিয়ান মিউজিয়ামের রেসিডেন্স প্রোগ্রামের ফ্রেয়ারা হল আর্টিস্ট হিসেবে কাজ করবেন।

 

১৬৮৩ সালে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিল্প ও প্রত্নতত্ত্বের জাদুঘর অ্যাশমোলিয়ান। যুক্তরাজ্যের প্রাচীনতম পাবলিক মিউজিয়ামও এটি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাশমোলিয়ান মিউজিয়াম জানিয়েছে, এই রেসিডেন্সির লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়াভিত্তিক শিল্পীদের মিউজিয়ামের সংগ্রহগুলোর সান্নিধ্যে আসার সুযোগ করে দেওয়া। পাশাপাশি মিউজিয়ামের নতুন শিল্প চর্চার অন্বেষণকে আরও শক্তিশালী করাও এই সুযোগ প্রদানের উদ্দেশ্য।

 

মিউজিয়ামটি সুরভির শৈল্পিক উদ্যোগের প্রশংসা করে বলেছে, ‘মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের মাধ্যমে কীভাবে অনুভূতি গড়ে উঠতে পারে সে সম্পর্কে সুরভি কাজ করেন। ভেষজ এবং জৈব উপকরণ দিয়ে অঙ্কনের মাধ্যমে বহুমাত্রিক ক্ষেত্র তৈরি করেন তিনি। শিল্পকর্মগুলো দেখার মাধ্যমে দর্শকরাও এসবের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ পাবেন। শিল্পের সাহচর্যে দর্শনগত উপলব্ধি ও অনুভূতিকেও উন্নত করার প্রয়াস পাবেন দর্শকেরা।’

 

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের কাছে অক্সফোর্ড থেকেই নিজের এই কৃতিত্বের ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুরভি। তিনি বলেন, আগস্টের ১৯ তারিখে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়ামে ফ্রেয়ারা হল সাউথ এশিয়ান আর্টিস্ট ইন রেসিডেন্স প্রোগ্রামে যোগদানের সম্মান পাই। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো ঘটনা। আমার শৈল্পিক যাত্রায় আস্থা রাখার জন্য আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

সুরভি আরও বলেন, ‘অ্যাশমোলিয়ান মিউজিয়ামের প্রাচ্য শিল্পের প্রধান সংরক্ষক ড. মল্লিকা কুম্বেরা ল্যান্ড্রাসকে আমার গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। আমার শিল্পের প্রতি তাঁর অটল বিশ্বাস আমাকে কেবল প্রচুর উৎসাহই জোগায়নি, বরং আমার কাজের স্বীকৃতির নতুন স্তর অর্জনের পথও প্রশস্ত করেছে। দক্ষিণ এশিয়ার শিল্পের সামগ্রিক চিত্রের উন্নয়নে তাঁর নিবেদন সত্যিই প্রশংসনীয়। আমি তাঁর দূরদর্শী যাত্রার একটি অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

 

এ প্রসঙ্গে সুরভির বিবৃতিও প্রকাশ করেছে অ্যাশমোলিয়ান মিউজিয়াম। সেখানে শিল্পী বলেছেন, ‘শৈল্পিক সাধনায় সম্পূর্ণ আত্মনিয়োগ করার ক্ষেত্রে অ্যাশমোলিয়ান মিউজিয়াম আমার কাছে একটি অনুপ্রেরণাদায়ক এবং সমৃদ্ধ পরিবেশ প্রদান করবে। নতুন দিগন্তের অন্বেষণ, আমার সৃষ্টিশীলতার সীমানাকে আরও বিস্তৃত করা এবং মানুষ ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে এই স্বীকৃতি।’

 

সুরভি আরও বলেন, ‘বর্তমানে আমি কোম্পানির পেইন্টিং, কালিঘাট, মিকা পেইন্টিং এবং ঔপনিবেশিক আমলের মৃৎশিল্পের সংগ্রহের পাশাপাশি ফটোগ্রাফগুলোও দেখছি। ঐতিহাসিক পটভূমিকে মাথায় রেখে আধুনিক শিল্পের ইতিহাসের প্রশংসা করার দৃষ্টিকোণ থেকে শিল্পের এই কাজগুলোকে দেখি।’

 

মিউজিয়ামটি ‘রিসেনসিটাইজাইং দা ব্রাউন ন্যারেটিভ’ শিরোনামে সুরভির একটি পেইন্টিংটিও প্রকাশ করেছে। শিল্পীর মতে, চিত্রকর্মটি ‘ব্রাউন’ পরিচয়ের সঙ্গে সম্পর্কিত দৃষ্টিভঙ্গির পুনর্মূল্যায়ন বা পুনর্জাগরণের কথা বলে। সুরভি বলেন, ‘এই কাজটি আমার বাহ্যিক ও অভ্যন্তরীণ পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টির সংমিশ্রণ থেকে তৈরি করা।’

 

শিল্পী সোমা সুরভি জান্নাত ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক করেছেন। তিনি ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।

 

‘গ্রে কনট্যুরস’ শিরোনামে সুরভির প্রথম একক চিত্র প্রদর্শনী ২০১৮ সালে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয়। সেখানে সাঁওতাল সম্প্রদায়ের ওপর তাঁর আঁকা ১০০টি ছবির প্রদর্শনী হয়েছিল। তিনি ২০২০ সালে ঢাকা আর্ট সামিটে ‘ইনটু দ্য ইয়ার্ন, আউট ইন দা ওয়ান’ ড্রয়িং ইনস্টলেশনের জন্য সামদানি আর্ট ফাউন্ডেশন কর্তৃক কমিশন পান। শিল্পকর্মটি জিতে নেয় সামদানি আর্ট অ্যাওয়ার্ড ২০২০। এতে লন্ডনের ডেলফিনা ফাউন্ডেশনে রেসিডেন্সি প্রোগ্রামের সুযোগ পান সুরভি।

 

তার আগের প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে ২০১৮ সালে ভারতের গোয়ায় সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভ্যালে ‘ইয়াং সাবকন্টিনেন্ট প্রজেক্ট’; ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ১৭ এবং ১৮তম এশিয়ান আর্ট বিনালে বাংলাদেশ; ২০১৭ সালে চীনে সপ্তম বেইজিং ইন্টারন্যাশনাল আর্ট বিনালে। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ২২তম তরুণ শিল্পীদের শিল্প প্রদর্শনী ২০২০ এ সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ